অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আটক ৪ হাজার বাসিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভয়ংকর রূপ ধারণ করছে অস্ট্রেলিয়ার দাবানল। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার দাবানলে পুড়ে এক দমকলকর্মীসহ অন্তত দুইজন নিহত হয়েছে। এই নিয়ে দেশটিতে দাবানলে ১২ জন প্রাণ হারালেন। এছাড়া নিখোঁজ হয়েছে আরো পাঁচজন। এদের মধ্যে চারজন ভিক্টোরিয়ার ও একজন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। খবর রয়টার্সের।
রাজ্যটিতে দাবানলের কারণে দুইজন আহত ও ৪ জন নিখোঁজ হয়েছে। দাবানল সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ভিক্টোরিয়া রাজ্যে। এখানে ১১ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটির ছোট শহর মাল্লাকুটার ৪ হাজার বাসিন্দা একটি উপকূলে আটকা পড়েছে।
তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রতিটি রাজ্যের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ায় এই আশঙ্কা বেড়েছে।
ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ড থেকে ৩০ হাজার অধিবাসী এবং পর্যটককে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু, আগুন প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ায় তাদের জন্য অঞ্চলটি ছেড়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ইস্ট গিপসল্যান্ডে বাতাসের সঙ্গে আগুন উপকূলের দিকে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। এদিকে, মেলবোর্নের বুনদুরায় অসংখ্য মানুষ এবং তাদের বাড়িঘর দাবানলে পুড়ে যাওয়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা।
গত কয়েক মাস ধরে দাবানলের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৩০ লাখ হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে গত মাসেও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮ শতাধিক বাড়িঘর।
সম্প্রতি অস্ট্রেলিয়ার দুই রাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার প্রায় ৫শ কিলোমিটার জায়গাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সেখানে ২৪ বারের বেশি জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
-জেডসি