ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৬:০০:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

সাবেক সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি

সাবেক সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই। তিনি আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এর আগে গত শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পীকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পী নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

পেশায় আইনজীবী ফজিলাতুন নেসা বাপ্পি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমার নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।