ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৫:৫৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তর ৬ ও দক্ষিণে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান। এবং সিটি করপোরেশনের ভোটার না হওয়ার কারণে জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র গ্রহণ করতে পারছি না। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

দক্ষিণের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

-জেডসি