ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৮:১৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; কমেছে তাপমাত্রা

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাজধানীর আকাশ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মেঘলা ছিলো। এতে মধ্যরাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। এতে তাপমাত্রা কমে শীত বেড়েছে। বৃষ্টির ফলে ঠান্ডা বাড়ায় জনজীবনে স্থবিরতা নেমেছে। আজ সাপ্তাহিক থাকায় অফিসে যাওয়ার ঝক্কি থেকে রক্ষা পেলেও বিপাকে পড়েছেন বাইরে কাজে বের হওয়া রাজধানীর নাগরিকরা। কাজে বের হওয়া ওই ব্যক্তিরা হঠাৎ বৃষ্টিতে অপ্রস্তুত থাকায় চরম বিরম্বনায় পরেছেন। একই সাথে শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

এখনো ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। সকালের দিকে কিছুটা বাতাস থাকলেও এখন সেটা নেই।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানায়, রাজধানীতে মধ্যরাত থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে আসতে পারে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।

-জেডসি