ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৫:৪০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং সরকারি দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে। কেউ যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও কেউ হস্তক্ষেপ করবে না।জনগণ যাকে চায় তাকেই ভোট দিয়ে নির্বাচনে করবে।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মটর চালক লীগের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় জোরাজুরি, জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমার নেই।

আওয়ামী লীগ নেতাদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্টিকেও একই ম্যাসেজ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কাজেই আমরা সরকারে পক্ষ থেকে কোনো ধরনের হস্থক্ষেপ করবো না। আমরা এটা পরিষ্কার করে আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলেছি।

নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সংশয়ের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, তারা ( বিএনপি) বলছে, সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সরকারি সংস্থাকে বাধ্য করে ব্যবহার করা হচ্ছে। এই দল আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। আন্দোলনে ফেল করলে নির্বাচনেও ফেল করে। বিএনপি ফেলের মধ্যেই আছে, তাদের ভাগ্যে বিজয় কবে আসবে জানি না।

নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর তাদের সঙ্গে নেই দাবি করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জন বিএনপি নেতিবাচক রাজনীতির ওপর সংকটের যে কালো ছায় ফেলেছে, সে থেকে বিএনপির নিস্তারের কোনো উপায় নেই। নির্বাচন নিয়ে আপনাদের যত নালিশ যত অভিযোগ। নির্বাচন আর আন্দোলনে পারেন না, এখন শুধূ নালিশ আর নালিশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের তাদের একজন স্থায়ী প্রতিনিধি আছেন, আপনাদের এই নালিশের কোনো বাস্তবতা নেই। এই সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সকল সংস্থার প্রধানদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চাই না। কোনো এজেন্সি কোনো ধরনের হস্তক্ষেপ যেন না করে। সেই ব্যাপারে ক্লিয়ার ম্যাসেজ দিয়েছেন। কাজেই এখানে সংশয়ের কোনো কারণ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসলে নির্বাচনে তাদের অবস্থা কী হবে সেটা তারা (বিএনপি) বুঝে গেছে, তারা বুঝে গেছে এই নির্বাচনের বিজয়ের ব্যাপারে যথেষ্ট সন্ধিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।

-জেডসি