ফেসবুকে ‘বিপজ্জনক’ ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ফেসবুকে প্রতিনিয়ত অপরিচিত অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে অনেকে বিরক্তবোধ করেন। কারণ এ ধরনের অ্যাকাউন্ট বিপজ্জনকও হতে পারে! ফলে প্রতিদিন অনুরোধ বাতিলের মতো বিরক্তিকর কাজ করতে হচ্ছে। চাইলেই কিন্তু এ ধরনের স্পাম বন্ধুত্বের অনুরোধগুলো বন্ধ করতে পারেন।
প্রাইভেসি সেটিংসে সামান্য পরিবর্তন আনলেই স্পাম বন্ধুত্বের অনুরোধ বন্ধ করা সম্ভব। ফেসবুকে যে প্রাইভেসি সেটিংস আছে সেখানে আপনাকে কে কে বন্ধুত্বের অনুরোধ জানাতে পারবে না, ঠিক করা আছে। এটা যদি ডিফল্ট আকারে থাকে, তবে যে-কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।
প্রথমে ফেসবুকে লগইন করুন এবং নিম্নমুখী তির চিহ্নে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে সেটিংসে যান। সেখানে বাম কলামের মেনু থেকে প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি সেটিংস অ্যান্ড টুলসে যান।
এরপর ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ এর পাশে থাকা ‘এডিট’ বাটনে ক্লিক করে কে আপনাকে বন্ধু হওয়ার অনুরোধ জানাতে পারবে, তা ঠিক করে দিন। এখানে এভরিওয়ানের পরিবর্তে ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডস’ নির্বাচন করে রাখতে পারেন।
-জেডসি