কাল ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
আজ শুক্রবার সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেলা গড়ালেই আকাশ পরিষ্কার হবে। আর মেঘমুক্ত আকাশের পরই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরাঞ্চলসহ খুলনা অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে শনিবার থেকে। এদিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
-জেডসি