খালেদার মুক্তির আশা দেখছে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
খালেদার মুক্তির আশা দেখছে না বিএনপি
কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আশা ছেড়ে দিয়েছে বিএনপি। আইনি প্রক্রিয়ায় তার জামিনে মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না দলটির নেতারা। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগকে মোকাবিলা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলে তাকে মুক্ত করার মতো সাংগঠনিক সক্ষমতাও নেই। এ অবস্থায় দলটির নীতিনির্ধারকসহ গুরুত্বপূর্ণ নেতাদের মনোবলেও বেশ ঘাটতি দেখা দিয়েছে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার ও দলে উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যরা খালেদা জিয়ার ‘জীবন রক্ষার্থে’ রাষ্ট্রপতির কাছে আবেদন করার বিষয়ে ভাবছেন। খালেদা জিয়া এতে রাজি হলেই আবেদন করা হবে।
পরিবারের সদস্যরা ও দলের একটি অংশ মনে করে, খালেদা জিয়ার সব শেষ জামিন আবেদন আপিল বিভাগ খারিজ করে দিলে আইনি পথে তার মুক্তির পথ বন্ধ হয়ে যায়। এর পর গত ২৪ জানুয়ারি বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার সেজো বোন সেলিমা ইসলামসহ স্বজনরা। বোনের মুক্তির বিষয়ে নতুন করে আবেদন করার কথা জানিয়ে সেলিমা ইসলাম সেদিন সাংবাদিকদের বলেন, আমরা ভাবছি আবেদন করব। কারণ তার শরীরের যে অবস্থা, এভাবে চলতে থাকলে ওনাকে জীবিত অবস্থায় বাসায় নিয়ে যেতে পারব না।
জানা গেছে, সম্প্রতি পরিবারের সদস্যরা খালেদা জিয়ার ‘জীবন রক্ষার্থে’ রাষ্ট্রপতির কাছে আবেদন করার বিষয়টি নিয়ে নিজেরা বসেছিলেন। এ নিয়ে তারেক রহমানের সঙ্গেও তারা আলোচনা করবেন। খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন। তিনি রাজি হলেই আবেদন করা হবে। তবে এর আগে একবার প্যারোলে মুক্তির বিষয়টি দল ও পরিবারের দিক থেকে খালেদা জিয়ার কাছে তুলে ধরা হয়েছিল। তিনি ক্ষোভের সঙ্গে তা নাকচ করে বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি।’
রাষ্ট্রপতির কাছে বিশেষ আবেদনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, এটি দলীয় নয়, পারিবারিক বিষয়। তবে তারা জানান, ধীরে ধীরে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। এর মধ্য দিয়ে সরকারকে চাপে ফেলে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
নানামুখী এই চিন্তাভাবনার মধ্যেই আজ খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্তি হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। দুই বছরপূর্তিতে তার মুক্তির দাবিতে আজ শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া তার রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।