খালেদার প্যারোলের আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। এরপর আবেদনের যৌক্তিকতা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদেকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।
তিনি বলেন, কারাবন্দী বেগম জিয়ার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি। প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনার বিষয়টি ভাবা হবে।
সেতুমন্ত্রী বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি কোন পথে হাঁটছে? আন্দোলন না কি মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি? তিনি বলেন, বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি।
-জেডসি