বইমেলায় সাখাওয়াত টিপুর ‘রাজার কঙ্কাল’
বইমেলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বইমেলায় সাখাওয়াত টিপুর ‘রাজার কঙ্কাল’
নব্বই দশকের একজন অন্যতম প্রতিভাবান কবি সাখাওয়াত টিপু। নিরলস লিখে চলেছেন তিনি।
বইমেলা-২০২০-এ এসেছে সাখাওয়াত টিপুর নতুন কবিতার বই ‘রাজার কঙ্কাল’। বইটিতে মোট ৪৭টি কবিতা রয়েছে। ‘রাজার কঙ্কাল’ মূলত রাজনৈতিক কবিতার বই।
এই কবিতার বইটি সাখাওয়াত টিপুর স্বদেশপ্রেমের এক ফোঁটা অশ্রুবিন্দু। মূক যারা, নতশির যারা, ফান্দে পড়া বগা যারা—এই কাব্যের অধিকাংশ কবিতায় তাদের জন্য কবির বাষ্পাকুল মনের দীর্ঘশ্বাস প্রবাহিত হয়েছে। আবার একই সাথে ‘রাজার কঙ্কাল’ বিপ্লবী মনের বিস্ফোরণও বটে। এই কাব্যের গর্ভ বাংলামুলুক কিন্তু অভিযাত্রা বিশ্বব্যবস্থার দিকে। কাব্যের প্রেরণা লোকাল কিন্তু প্রকাশ আর অনুভবটা চিরায়ত স্বভাবের।
‘রাজার কঙ্কাল’ প্রকাশ করেছে বাতিঘরের সহযোগী প্রকাশনা সংস্থা- কবিতাভবন। বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান। মূল্য- ১৩৪ টাকা। বইমেলায় বাতিঘরের ৪৪৩, ৪৪৪, ৪৪৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
শুধু স্বদেশেই নয়, টিপুর কবিতা বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য বিষয়ক ম্যাগাজিনে নিয়মিত ছাপা হচ্ছে। ইতিমধ্যে স্প্যানিশ, ইতালিয়ান, স্লোভেনিয়ান, সার্বিয়ান ও ইংরেজি ভাষার অনূদিত হয়েছে। সম্প্রতি স্লোভেনিয়ান বিখ্যাত কবিতা বিষয়ক পত্রিকা 'পোয়েসিস' তাকে ফিচার পোয়েট হিসেবে উপস্থাপন করে।