ছড়া : বৈশাখে ঝাউ শাখে
আইরীন নিয়াজী মান্না
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বৈশাখে ঝাউ শাখে : আইরীন নিয়াজী মান্না। অলঙ্করণ : কাজী শেহেরিন নিয়াজী
বৈশাখে ঝাউ শাখে উঠলো যে ঝড়
শুকনো গাছের পাতা করে মড়মড়।
মেঘগুলো উড়ে যায় ঠিক যেন পাখি
শন্ শন্ বাতাসের কি যে ডাকাডাকি!
আমগুলো ডালজুড়ে খেয়ে যায় দোল
বটতলে শিশুদের বাড়ে কলোরোল।
টুপ টাপ বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া
দুষ্টু ছেলের দল সেরে নেয় নাওয়া।
নৌকোরা ছুটে চলে নদীতে যে ঢেউ
বৃষ্টিতে ভিজে ভিজে ছুটে চলে কেউ।
মেঠোপথে হেঁটে চলে রাখালের দল
এলোমেলো বাতাসেরা ছোটে অবিরল।
কাদাজলে মাখামাখি সারা পথজুড়ে
বিদ্যুৎ চমকায় অই কোন্ দূরে।
বৈশাখি ঝড় দেখে মন কি যে করে
অতীতের স্মৃতিগুলো শুধু মনে পড়ে।