করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হোন: রওশন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হোন : রওশন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ করোনাভাইরাস নিয়ে ভয় বা আতংকিত না হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়। এটা এমন এক পরিস্থিতি যাতে আতংকিত হওয়া উচিত নয় বরং সচেতন হওয়া প্রয়োজন।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, শুধু করোনাভাইরাস নয়, যেকোন সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা ও প্রস্তুতি সন্তোষজনক অবস্থা থেকে দূরে আছে। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেয়ার কৌশল ও উপলক্ষ্য হিসেবে নেয়া যেতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, কভিড-১৯ ভাইরাস অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে তা বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমনের যে চারটি স্তরের কথা বলা হয়েছে, বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছ। চতুর্থ স্তরটি হল ব্যাপক সংক্রমন ও ব্যাপক মৃত্যু।
তিনি বলেন, জাতির এ মহাবিপদের মুহুর্তে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এক্ষেত্রে জাতীয় পার্টি তথা বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।