কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউএনবি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
খালেদা জিয়া। ফাইল ছবি
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিছুক্ষণের মধ্যে দিয়েই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
আজ বুধববার সচিবালয়ে স্বরাষ্ট্রের সম্মেলন কক্ষে মন্ত্রী বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় দেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন (খালেদা জিয়া)। তার জিওতে (সরকারি আদেশে) সচিব স্বাক্ষর করেছেন। এখানে আইজিপ্রিজন রয়েছেন। বাকি কাজটুকু তিনি করবেন।’
আসাদুজ্জামান বলেন, ‘দুটি শর্তে তাকে মুক্তি দেয়া হচ্ছে। ঢাকাস্থ নিজ বাসায় তার চিকিৎসা সেবা নিবেন এবং দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। জিওতে স্বাক্ষর হয়ে গেছে। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে সেটা সম্পন্ন হলে কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়াকে ছাড়া হবে।’
রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি রাজনীতি করবেন কেন?। তিনি এখন সাজাপ্রাপ্ত, দণ্ডাদেশ প্রাপ্ত। তার ছয় মাসের দণ্ড স্থগিত করা হয়েছে মাত্র।’
শর্ত ভঙ্গ করলে তার মুক্তি বাতিল হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বলার অপেক্ষা রাখে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই বছর দুমাস যাবত বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। দুটি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে আসামি হিসেবে তিনি কারাগারে আছেন। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের ব্যক্তিগত অনুরোধ ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া যায় কিনা সে জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চেয়ে পাঠিয়েছেলাম। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই, তার বোন ও বোনের স্বামী ব্যক্তিগতভাবে মুক্তি চেয়েছিলেন।’
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার বয়স এবং মানবিকতা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। যদিও তার দল বলে আসছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত বছর ১ এপ্রিল থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।