ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ৮:৫৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক এমপি হাজী মকবুল করোনায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২৪ মে ২০২০ রবিবার

সাবেক এমপি হাজী মকবুল হোসেন

সাবেক এমপি হাজী মকবুল হোসেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না. . . রাজিউন)। আজ রোববার রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে হাজী মকবুল হোসেন ইন্তেকাল করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাজী মকবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মকবুল বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।