ছড়া : সাঁকো
মালিপাখি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার
ছড়া#সাঁকো: মালিপাখি
নদী গোনে ঝিকিমিকি তারা, খেলা করে দুধশালি পুঁটি।
ছেলেবেলা পুরে যারা থাকে, তারা বলে সারাবেলা ছুটি।
দুপারে কাশের বন ছুঁয়ে, কাকতাড়ু
নেড়ে বলে মাথা।
ধরোনা কলম কবি আজ, খুঁজে আনো
কবিতার খাতা।
আমি কি থাকতে পারি চুপ ? হৃদয়টি
ওঠে ফের দুলে!
আমিও গানের পাখি হই, তোমাদের
মন গুলি ছুঁলে।
একা একা নদী কথা বলে, নীরবতা
হাসে একা ভোরে।
এই সব খেলা গুলি আমি, রেখেছি
আমার মনে ধরে।
তোমরাতো ভালো খুব জানি, তোমরাতো
কত খুশি আঁকো।
এপারের সুখ গুলি মেখে, পার হও
ঝুমঝুমি সাঁকো।
এপারের প্রজাপতি গান, ওপারের
চাঁদ হয়ে নাচে।
হীরে ফুল হাততালি দেয়, ফোটে দেশ
রূপকথা গাছে।
অপরূপ এই সব খুশি, অভিলাষী
ডানা দুটি মেলে-
কবিতার মত ওড়ে বুকে, বাঁশি নাও
ও রাখাল ছেলে!