ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৪:৫২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবিতা : নারী

ফারুক নওয়াজ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১ জুন ২০২০ সোমবার

ফারুক নওয়াজ

ফারুক নওয়াজ

আজ পৃথিবীতে এত উচ্ছ্বাস, এত গান এত হাসি…
এত উৎসব এত উদযোগ, এত ভালোবাসা-বাসি…
এত আবেগের উৎফুল্লতা, এত স্নেহ, এত মায়া…
এত খুনসুটি, এত অভিমান, এত আঁচলের ছায়া…
এত আকুলতা, এত ব্যাকুলতা,এত প্রেম-বিরহপালা…
নারীই করেছে সৃজন এসব মনন-সৃষ্টিশালা।
আজ পৃথিবীতে এত সমাগম, এত মানুষের মেলা…
এত স্বপ্নের হাতছানি… এত সোনালি সকালবেলা…
এত জয়গাথা, এত প্রত্যাশা, এত উত্থানধারা…
নারী না থাকলে জীবন হতো কি এমন পাগলপারা!
নারীই স্রষ্টা হৃদয়-দ্রষ্টা… সৃষ্টি না-হলে নারী…
থাকত না এত প্রতিদ্বন্দ্বিতা, লাগত না তরবারি।
ভাবত না কেউ আগামীকে নিয়ে, স্বপ্ন হতো না দেখা…
হতো না সৃষ্টি লায়লা-মজনু, প্রেমের কবিতা লেখা।
রাধিকার কথা ভাবত না কেউ, কৃষ্ণ হতো না উদয়…
নারী আছে বলে আজো দেবদাস নেশার বোতলে বুঁদ হয়।
নারী আছে বলে এত গাড়ি আছে, আছে মেঘছোঁয়া বাড়ি…
নারী আছে বলে বাড়িমুখো কেউ ছুটে যায় তাড়াতাড়ি…
নারী আছে বলে কেউবা পার্কে, কেউ যায় হানিমুনে…
নারী আছে বলে কেউবা ব্যাঙ্কে টাকা রাখে গুনে-গুনে।
নারী আছে বলে মিলনে- বিরহে-আবেগে অশ্রু ঝরে…
নারী আছে বলে মরতে গিয়েও বাঁচতে ইচ্ছে করে!