ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ৮:৫১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিএমএইচে ভর্তি কামরান; দেয়া হবে প্লাজমা থেরাপি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।সেখানে ভর্তির পর প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে প্লাজমা থেরাপি দেয়ার পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। এই অবস্থায় কামরানের চিকিৎসার জন্য ‘এ’ পজেটিভ গ্রুপের রক্তের প্লাজমা দাতার সন্ধান করা হচ্ছে।

প্লাজমা দেয়ার জন্য ডোনার পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বদর উদ্দিন কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু। এর আগে গত রাত পৌনে ৭টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে  রওনা হন কামরান।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বের হন। অ্যায়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর শনিবার তীব্র জ্বর ও বমিটিংয়ের জন্য নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গেল ২৮ মে তার স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস শনাক্ত হয়।


-জেডসি