পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পৃথিবীর মতো একটি গ্রহ ও নক্ষেত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই গ্রহটির নাম দেয়া হয়েছে কেওআই-৪৫৬.০৪ আর নক্ষত্রটির নাম কেপলার ১৬০। বৃহস্পতি ও পৃথিবীর মধ্যে কোনো একটি জায়গায় ওই গ্রহটির সূর্যের অবস্থান। এটি অবিকল পৃথিবীর মতোই।
গ্রহটি পৃথিবীর মতোই শুধু নয়, সাইজেও আমাদের গ্রহের মতো। সৌর জগৎও পৃথিবীর মতো। এখন পাওয়া তথ্য মতে জানা গেছে, ওই নক্ষত্রের গ্রহের সংখ্যা তিনটি। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
জানা গেছে, কেওআই-৪৫৬ গ্রহটি ৩৭৮ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে। ওই গ্রহে ৯৩ শতাংশ আলোর উৎসই হল ওই নক্ষত্রটি। এই গ্রহটি পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে।
নতুন এই গ্রহটি ব্যাপকমাত্রায় আশার আলো দেখাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা’কে। গবেষকরা জানান, পৃথিবীর মতো নতুন ওই গ্রহটির নক্ষত্র (সূর্য) কেপলার ১৬ ‘র উপাদান একেবারেই আমাদের সূর্যের মতো। তাই ওই গ্রহের পরিবেশ ও আবহাওয়াও পৃথিবীর মতোই হবে বলেই ধারণা করছেন গবেষকরা।
এর আগে আমাদের এই সৌর জগতের বাইরে আরো একটি নতুন সৌর জগতের সন্ধান পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। কিন্তু সেগুলো আমাদের পৃথিবী থেকে অনেকটাই দূরে। বেশির ভাগই পৃথিবীর চেয়ে অনেক বড়।
--জেডসি