ঢাকা, সোমবার ২৩, ডিসেম্বর ২০২৪ ১০:৪৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে একদিনে রেকর্ডপরিমাণ করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

বিশ্বে একদিনে রেকর্ডপরিমাণ করোনা রোগী শনাক্ত

বিশ্বে একদিনে রেকর্ডপরিমাণ করোনা রোগী শনাক্ত

বিশ্বে একদিনে ১ লাখ ৮৩ হাজার ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার বিশ্বের যে কয়টি দেশে করোনা পরিস্থিতি চলছে, তথ্য যাচাই-বাছাইয়ের পর এ তথ্য দেয় সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, মহামারি শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আক্রান্তের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ২৩২। আর রোববার যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার।

গতকাল ৫০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি। তবে বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।