মানুষের দীর্ঘায়ুর ওষুধ পাওয়ার আভাস বিজ্ঞানীদের
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মানুষের দীর্ঘায়ু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে অবশেষে আয়ু বাড়ানোর ওষুধ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের বয়সবিষয়ক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব জেরোনটলোজির বরাত দিয়ে সাইন্স ডেইলির একটি প্রতিবেদন অনুসারে, গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের একদল গবেষক।
গবেষণা নিবন্ধে দাবি করা হয়, মিফেপ্রিস্টোন নামের একধরনের ওষুধ ব্যবহার করে গবেষকেরা দুটি ভিন্ন প্রজাতির প্রাণীতে আয়ু বাড়ার আভাস পেয়েছেন। কাজেই এর থেকে মানুষও উপকার পেতে পারে বলে তারা প্রত্যাশা করছেন।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের জীববিজ্ঞানের অধ্যাপক জন টাওয়ার। তিনি ও তার দল ড্রসোফিলা প্রজাতির নারী মাছি ও কেঁচো কৃমির ওপর ওষুধটি প্রয়োগ করেছেন। উভয় প্রজাতির ক্ষেত্রেই দেখা গেছে, যেসব নারী মাছি ও কৃমির শরীরে ওষুধটি প্রয়োগ করা হয়েছে, সেগুলো অন্যগুলোর তুলনায় বেশি আয়ু পেয়েছে।
জানা গেছে, ওষুধটি মাছি ও কৃমির ক্ষেত্রে মেফিপ্রিস্টোন প্রজননক্রিয়া কমিয়েছে। সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এনেছে। এসব প্রাণীর আয়ুও বেড়েছে। মানুষের ক্ষেত্রেও যে নারীরা ওষুধটি গ্রহণ করেন, তার প্রজনন ক্রিয়া কমে, সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আসে।
তাহলে কী এই ওষুধ মানুষেরও আয়ু বাড়াবে?
-জেডসি