ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১১:৪৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসি গঠনে সার্চ কমিটিকে নাম দিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। রবিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম দেবে সার্চ কমিটিকে।’

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। বৈঠক মুলতবি রয়েছে। আগামীকাল আপনারা সব জানতে পারবেন।  আগামীকাল সন্ধ্যায় এই বৈঠক আবার অনুষ্ঠিত হবে।’ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, ‘বৈঠক মুলতবি রয়েছে। আগামীকালও স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। নামের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নাম দিলেই জানতে পারবেন।’

এর আগে রবিবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান,অসুস্থ থাকার কারণে এমকে আনোয়ার ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং বিদেশে থাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে অংশ নিতে পারেন নি।