ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৬:১৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী যেন শুধু দেখার বস্তু

লাবণ্য লিপি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ এএম, ২০ জুলাই ২০২০ সোমবার

লেখক লাবণ্য লিপি

লেখক লাবণ্য লিপি

দেখাটা শুরু হয় শৈশব থেকে। ধরা যাক তিনটি ফুটফুটে শিশু খেলা করছে অথবা কোথাও বেড়াতে গেছে, উৎসবে-পার্বণে। তাদের মধ্যে একজন কন্যাশিশু। তখন বেশিরভাগ মানুষের চোখ পড়বে ঐ কন্যা শিশুটির ওপর। কেউ কেউ মন্তব্যও করবে, বাহ! তোমার মেয়েটা তো খুব মিষ্টি! বড় হলে তো ঘরে রাখাই কঠিন হয়ে যাবে! বলা বাহুল্য, কথাগুলো বলা হয় শিশুটির সামনে। এই ধরণের মন্তব্য শিশুটির মনের ওপর কী প্রভাব ফেলতে পারে সে ভাবনার তো ধারে কাছে কেউ নেই। না মন্তব্যকারীরা, না শিশুটির অভিভাবক।
এবার আসুন কিশোরী বেলায়। একজন কিশোরীর তো অভিভাবকের অভাবই নেই। তাকে শুধু পরিবারের বয়োজ্যেষ্ঠরাই নয়, শাসনের চোখে রাখেন পাড়ার বড়ভাই থেকে শুরু করে মাঝবয়সী, বৃদ্ধ পর্যন্ত। প্রাইভেট পড়তে গেলে ও কেন একা যাচ্ছে? তোমার মেয়ে এমন ড্রেস পরে কেন? ওড়না পড়ে না কেন? গান বা নাচ শেখাচ্ছ কেন? এখনই ছেলেদের সঙ্গে মেশে কেন? কী বই পড়ছে, সেল ফোনে কী দেখছে, খেয়াল রাখছেন তো? এমন হাজারো শাসনে মেয়েটির অবাধ শৈশবটাই যায় নষ্ট হয়ে।
মেয়ে বড় হয়েছে। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মেয়ে ভাবলো এবার আমি স্বাধীন। একদমই না। মেয়ের পড়ালেখা, সাজ- পোশাক, চলাফেরা, বন্ধুবান্ধব সব কিছুর ওপর কিছু মানুষ তীক্ষ্ণ নজর রাখছেই।
আপনি গণপরিবহনে উঠেছেন? আশপাশের সবাই আপনাকে হা করে গিলছে। বয়স্ক সহযাত্রীও আপনাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ দিয়ে মাপতে ছাড়বে না। সে আপনি তথাকথিত সুন্দরের সংজ্ঞায় পড়েন আর না পড়েন। শুধু নারী হলেই আপনি হয়ে যাবেন দর্শনীয় বস্তু। রেহাই নেই লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্র ঢুকলেও। আপনি যদি শাড়ি পরে অফিসে যান, আপনার দিকে ছুটে আসবে অজস্র প্রশংসাবাক্য। আপা আজ আপনাকে খুব সুন্দর লাগছে, আরে আপনাকে তো চেনাই যাচ্ছে না, শাড়িতেই কিন্তু আপনাকে মানায়, প্রতিদিন শাড়ি পরে আসতে পারেন না! আরও কত কি!
পশ্চিমা পোশাক পরলে আবার অন্য রকম মন্তব্য, আরে আপনাকে এই সব পোশাকেই ভালো লাগে। আড়ালে বলবে, লজ্জা শরমের বালাই নাই। প্যান্ট- শার্ট পইরা ঢ্যাংঢ্যাং কইরা ঘুইরা বেড়ায়। ছাড় পাবেন না নারী সহকর্মীর কাছেও। বলাবলি করবে, শরীর দেখাইয়া বেড়ায়। এভাবেই তো বসদের নজড়ে পড়ে!
বাজারে যাবেন? দোকানী থেকে শুরু করে বাজার করতে আসা পুরুষ, সবাই আড়চোখে দেখবে, নানা রকম মন্তব্য করবে।
আর আপনি যদি হন একা নারী অর্থাৎ বিধবা কিংবা ডিভোর্সী, তাহলে তো কথাই নেই। জগতের সকল পুরুষ আপনার অভিভাবকের দায়িত্ব নেবে। সব সময় আপনাকে চোখে চোখে রাখবে। পান থেকে চুন খসলেই আপনাকে অপবাদ দিতে এক মিনিটও ভাববে না। এ চিত্র শহর কিংবা গ্রাম- সর্বত্র প্রায় একই রকম।
এভাবেই তো গোটা জীবনটাই পার হয়ে গেল। দেখার বস্তু থেকে ব্যক্তি হয়ে উঠতে পারে এ সমাজে ক'জন নারী!

লাবণ্য লিপি: লেখক ও সাংবাদিক