পথো শিশু
এস জে আলী হোসেন নিরব
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত :

খাই না খাই! ঘুরে বেড়াই
সবার ধারে ধারে,
পেটের দায়ে খুজি টাকা
খোঁচাই বারে বারে।
অনেকেই বিরক্ত হয়ে
মারে চড় থাপ্পড়,
টাকার অভাবে হয়না পড়া
সুন্দর ঝলমলে কাপড়।
আমি একা, দেন না টাকা
আমার নেই কিছু,
ছুটি পিছু পিছু
আমি "পথো শিশু"।