ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৬:৪৩:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন’ এর কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

সাফল্যের সঙ্গে নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ২০১৭’। গত শনিবার (৯ সেপ্টেম্বর) ডেইলি স্টার মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ‘ওমেন ইন ডিজিটাল’। অনুষ্ঠানটির সহযোগিতায় ডেইলি স্টার এবং এর প্রযোজনায় আছে মাইক্রোসফট।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি। এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মাহবুবা পান্না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিনা পারভীন, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন মঞ্জু, গোতিপা’র ফাউন্ডার ও টেকমেনিয়া’র সিইও তাসলিমা মিজি এবং মেন্টর ছিলেন স্টার কম্পিউটার সিস্টেম লি. এর ডিরেক্টর ও সিইও রেজওয়ানা খান।

রেজওয়ানা খান বলেন, ‘তরুণ সমাজকে আরো বেশি উন্নত, প্রাসঙ্গিক ও আন্তর্জাতিকমানসম্পন্ন হতে তাদের সম্পূর্ণ সহযোগিতা করছি।’ অনুষ্ঠানটিতে বিচারকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাক্টিভেশন উই অটোমেট-এর হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট রায়হান রাজন।

তিনি বলেন, ‘এর আগে অনুষ্ঠিত ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ২০১৬ ব্যাপক সাড়া পায়। যার ধারাবাহিকতায় এ বছরও এই আয়োজন করা হয়েছে।’ উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা নীলা পরবর্তীতে এর ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছা পোষণ করেন।

তিনি আরও বলেন, ‘দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আমি সার্বক্ষণিক সহযোগিতা করবো।’