ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৬:৪১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন ৩ আইফোনের ঘোষণা আসছে আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

আইফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, এরপরই সব জল্পনা-কল্পনার অবসান। ইতোমধ্যে নতুন আইফোন বাজারে আনার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে নতুন স্টিভ জবস থিয়েটার অডিটোরিয়ামে অ্যাপলের নতুন আইফোনের উদ্বোধন করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।

বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

শুধু নতুন আইফোনই নয় আরো কয়েকটি অ্যাপল পণ্যের ঘোষণাও আসতে পারে আজ। আইফোন ৮ ও নতুন অ্যাপল ওয়াচসহ বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসতে পারে আজ।

২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসায় এ বছর আইফোনের দশকপূর্তি হচ্ছে। আর তাই ১০ বছর পূর্তি উপলক্ষে আইফোনের তিনটি মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে। প্রতি বছর সাধারণত দুটি মডেল উন্মোচন করে থাকে অ্যাপল।
আজ উন্মোচন হতে যাওয়া অ্যাপলের তিন আইফোনের নাম হতে পারে আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স। এর একটি হলো দশ বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ মডেল। এই বিশেষ মডেলটির নাম হতে পারে আইফোন এক্স।

আজ আইফোন উদ্বোধনের পর ১৫ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু করবে অ্যাপল। এর এক সপ্তাহ পর ২২ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

আজকের এ অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ঘড়ির একটি নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল। এছাড়া থাকছে নতুন অ্যাপল টিভি, হোমপড এবং আইফোন ও আইপ্যাডের জন্য আইওএস ১১-এর হালনাগাদ সফটওয়্যার।