ধর্ষণ-নির্যাতনবিরোধী কবিতা : পরিচয় নারী
রীতা নাহার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রীতা নাহার
ভ্রূণই হও! কী সদ্য ভূমিষ্ঠ!
পাঁচ বছর! কী ষোড়শী!
তরুণী তুমি? চার সন্তানের জননী?
মধ্যবয়সী নাকি অশীতিপর নারী!
তাতে কোন ভেদ নাই
পরিচয় একটাই
তুমি নারী!
তোমার ক্ষমা নাই!
ওরা নষ্ট বুভুক্ষের দল
পুরুষতন্ত্র আর অঙ্গাস্ত্রই বল
ক্ষমতা আর প্রভূদের প্রশ্রয়
বাড়ায় নষ্টের ডালপালা, আশ্রয়
রাষ্ট্র, সমাজ, পরিবার
কোনটাই আর নয়, তোমার!
স্বপ্নে বিভোর হয়ে
নয়মাস গর্ভে ধারণ করে
আঁচল চাপা কান্নায়
দুঃসহ কষ্ট সয়ে
জন্ম দিলে যে পুরুষ!
তোমারেই দেখে সে
পাশবিক হিংস্রতায়!
রক্তাক্ত, ক্ষত বিক্ষত শরীর
তোমার আত্মরক্ষার করুন আর্তনাদ
স্বামী সন্তানের আর্ত চিৎকার
চাপা দেয়, দানব পুরুষের হাসি
গড়নে হলেও, আদতে নয় সে মানুষ!
কংস রাজার বংশধর
সে রাক্ষস পরাক্রম
কই সে অবতার, তারে বধ করার
কোথায় গোকূল, কতদূর!