প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস পালনের আহবান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
বুধবার যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ওমর ফারুক চৌধুরী বলেন, ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে ঘোষণা করছে। কারণ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সারা বিশ্বে আজ শান্তির আলোকবর্তিকা।
তিনি বলেন,‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই বাংলাদেশের মানুষ আজ সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই আজ রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে নিরাপদ আশ্রয় পাচ্ছে। ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ‘জনগণের ক্ষমতায়নের কারণেই আজ বাংলাদেশ বিশ্ব মর্যাদার আসনে আসীন।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই আজ জনগণের অধিকার প্রতিষ্ঠিত। তাই তার জন্মদিন মানে জনগণের ক্ষমতায়নের দিন।
এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে দেশবাসীক ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করার অনুরোধ জানান তিনি।