শেখ মামুনের দু’টি কবিতা
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
ভালোবেসে অামি বিপ্লবী হবো...
কিছু একটা তোমাকে বলতে চাই
না, ঠিক কিছু একটা না
বলতে চাই একটিই কথা
গুছিয়ে বলতে পারিনা বলে
বলা হয়ে ওঠেনা।
মানুষের একজীবনে কতো কিছু চাওয়া
এটা-ওটা, একাল-পরকাল, অারও কতো কি
অামার শুধু একটিই চাওয়া
তোমাকে না বলা কথাটা বলে ফেলা
কিন্তু বলা হয়ে ওঠেনা।
এবার দেখা হোক, কিংবা যদি দেখা হয়
তোমার দু`হাত গুজে নেবো অামার মুঠির ভেতর
হেলে পরা চুল পেছনে সরিয়ে টেনে নেবো তোমায়
যদি বাধা দাও, স্বৈরশাসকের তালিকায় নাম লেখাবো
যা হয় হোক, তবুও বলে দেবো কথাটা।
ভালোবেসে অামি বিপ্লবী হবো
চে গুয়েভারার মতো ধোয়ার কুন্ডলি অাকাশে ওড়াবো
গাছপালা লতাপাতা পশুপাখির গল্প নয়
গল্প হবে মুসোলিনির, হিটলারের
না পাওয়ার বেদনা নয়, যে কোনও কিছুর বিনিময়ে হলেও তোমাকে চাই।।
২৯.০৬.১৭
শোন, কিছু কথা অাছে...
দাঁড়াও, যেও না, কিছু কথা অাছে তোমার সঙ্গে
জেদ করোনা, একটু অপেক্ষা করো।
অনেকদিন ধরেই ভাবছি
তোমাকেই বলা উচিত কথাগুলো, কিন্ত-
তোমার কথা শোনার সময় কই?
যেও না, কথাগুলো শুনে তবেই না হয় পা ফেলো।
চৌকাঠ ডিঙ্গানোর অাগে জেনে যাও
যাকে তুমি রোজ খোঁজ-
মাঠে ঘাটে, অাড়ালে অাবডালে, গাছের ছায়ায়
নদীর তীরে, কাঁদামাটিতে, ডিঙ্গি নৌকায়
সে অার কেউ নয়, তোমারই ছায়া
তোমারই ভেতরে তার বাস।
কথাটা শোন, শুনে যাও, যাকে খোঁজ বেলা অবেলায়
সে তোমারই অাঁচলে, চুড়ির শব্দে বয়ে বেরায়।।
১৬.০৬.১৭