লিমেরিক
রব্বানী চৌধুরী
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:২৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

১.
আঙ্গা মাঙ্গা চাঙ্গা
তিন বানরে ঝগড়া করে নদীর ব্রিজ ভাঙ্গা!
ভাঙ্গা ব্রিজে যায় না গাড়ি
তিন বানরে পায় না বাড়ি
নদীর বুকে জলের ঢেউ সাঁত্রিয়ে যায় ডাঙ্গা।
২.
ফুটফুটে মুখ তাঁর ঘুটঘুটে আঁধারে,
কুটকুট করে ডাকে-‘দাদা রে ও দাদা রে!’
দাদা বলে, ‘ওরে খোকা,
ভয় নেই ঘরে বোকা!
বাতি যেই জ্বলে যাবে থাকবে না বাধা রে!’
৩.
বিকেল যেন গাছের ডালে দোলনা চড়া খুকি
বিকেল যেন পাতার ফাঁকে সূর্য মারে উঁকি!
বিকেল যেন ছায়ার
মায়ের মতো মায়ার
বিকেল যেন পাখির গানে আকাশ ভরা সুখী।