ছড়া : ছোট্ট পাখি টুনাটুনি
সুলতানা ইসলাম ছন্দা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
প্রতীকী ছবি
ছোট্ট পাখি টুনটুনি,
কিচিরমিচির গান শুনি।
নদীর পাড়ে টুনির বাসা,
ছোট্ট মনে অনেক আশা।
ঢেউয়ের সাথে পানির খেলা
মনে টুনির রংয়ের মেলা,
টোনার সাথে টুনির চলা
তা এখনও হয়নি বলা।
গাছের পাতা হাওয়ায় দোলে,
দুজনের মনে সুখ তো খেলে।
বাধঁবে তারা সুখের ঘর,
সবাই দিও সুন্দর বর।