যেতে হবে অনেক পথ
রেবেকা ইসলাম
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
শ্যামলাবরণ গাঁয়ের মেয়ে নাকে নথ
ইশকুলেতে যাচ্ছে হেঁটে অনেক পথ
মাঠ পেরিয়ে ঝোঁপ এড়িয়ে বাড়ছে বেলা
সাথে সাথে যাচ্ছে শাদা মেঘের মেলা।
আকাশপানে উড়ে গেল শালিকজোড়
হঠাৎ বুনো কাঠবিড়ালি দিল দোড়
তেতুলছড়া ছড়িয়ে আছে তেতুলতলায়
কোন কিছুই বাঁধ সাধে না মেয়ের চলায়।
বৃদ্ধ অশ্বথ বলছে , তোমায় দেব ছায়
হলদে ঢেউয়ের সরিষাক্ষেত ডাকছে আয়
ফিসফিসিয়ে বলছে কথা বাঁশের বন
কোনোদিকে সেই মেয়েটার যায় না মন।
ক্ষেতের মাঝে কাকতাড়ুয়া হাসছে খুব
কাঞ্চিবিলে জলপিপিটা দিল ডুব
গোমরামুখো হুতোমপেঁচা কিসের শোক ?
যাচ্ছে নাতো সেই মেয়েটার সেদিক চোখ।
বাবা বলেন পড়তে হবে অনেক দূর
প্রতিবেশীর ভিন্নকথা অন্য সুর
সামনে এসেও মা’যে আবার পিছু হটে
শঙ্কা মনে কি জানি কি কথা রটে ?
সেই মেয়েটার একটি স্বপন একটি মত
বাঁধা ভেঙ্গে যেতে হবে অনেক পথ।