শীতে বিপর্যস্ত উত্তরের মানুষের জনজীবন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের মানুষের জনজীবন। চলতি মাসের শেষে এ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাজশাহীর আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, দিনের আলো ফুটলেও ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢাকা পড়ায় পঞ্চগড়ে হেডলাইট জালিয়ে যানবাহন চলাচল করছে। আর গরম কাপড়ে শীত নিবারণ না করতে পেরে একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ।
এদিকে, সপ্তাহখানেক ধরে রাজশাহীতেও বাড়ছে শীতের তীব্রতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নিচের দিকে নেমে আসার আভাস দিচ্ছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, এ মাসের শেষের দিকেও মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, জানুয়ারি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।
-জেডসি