ছড়া : জাতির পিতা
সজল দাশ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
জাতির পিতা : সজল দাশ
পিতা তোমার কফিন নিয়ে
আমরা ঘুরি কাঁধে
আকাশ বাতাস পাহাড় নদী
সাগর গুমড়ে কাঁদে।
কাঁদছে দেখো স্বর্গীয়রা
কাঁদছে পশু পাখি
চুপটি মেরে আর থেকো না
এবার খোলো আঁখি।
হাঁটবো আমরা এই পৃথিবীর
সমস্ত দেশ জুড়ে
বঙ্গবন্ধু জাতির পিতা
গাইবো একই সুরে।