ছড়া ঝলমল : মুজিব মানে সোনার বাংলা
সুব্রত চৌধুরী
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছড়া ঝলমল : মুজিব মানে সোনার বাংলা: সুব্রত চৌধুরী
মুজিব আমার, মুজিব তোমার
মুজিব সারা বিশ্বের,
মুজিব আমার গরীব-দু:খী
ভুখা-নাংগা-নিঃস্বের।
মুজিব নামে মধুর সুরে
গেয়ে ওঠে পাখি,
মুজিব নামে পরি সবাই
প্রেম-প্রীতির রাখি।
মুজিব নামে মুক্তি সেনা
দিয়েছে বুকের রক্ত,
মুজিব নামে পালায় পাকি
কাঁপে তাদের তখতো।
মুজিব মানে সোনার বাংলা
মুক্তি সেনার বেশ,
মুজিব মানে মুক্ত স্বাধীন
সবুজ লালের দেশ