বইমেলা নিয়ে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন রবিবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের কারণে ঝুলে যাওয়া বাংলা একাডেমির অমর একুশে বইমেলা নিয়ে আগামী ১৭ জানুয়ারি (রবিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি। ওইদিন দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।
বাংলা একাডেমি জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঙালির প্রাণের মেলা হয়ে ওঠা এই মেলা এবার করোনাভাইরাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাসে মেলা হচ্ছে না এটা একাডেমির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রকাশকদের দুটি সংগঠন চাচ্ছে মার্চে অন্তত এই মেলার আয়োজন করতে। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনও করেছে। ধারণা করা হচ্ছে, আগামী রবিবারের সংবাদ সম্মেলনে বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে।
-জেডসি