দু’টি কবিতা
সুমাইয়া বিনতে শওকত
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৯ এএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
দু’টি কবিতা, সুমাইয়া বিনতে শওকত
ক.
বসন্তের বাতাসের ঘ্রাণে তুমি আছো মিশে,
নেই তুমি নেই, তবু আছো তুমি
সেই কবে থেকে-তোমার ঘ্রাণ,
আলোর নরম উষ্ণতায়, তোমার আহবান।
আমাকে আচ্ছন্ন করে রাখে মায়াময়ী মূর্ছনায়,
স্মৃতি গুলো সব পাপড়ির রঙে বর্ণিল, রঙিন
সবুজ নদী হয়ে একেবেঁকে মিশে যায়
অতলান্ত সমুদ্রের দিগন্তে নীলিন।
তোমার চোখের জলবিন্দু আর অব্যক্ত কথাগুলো
যত্ন করে রেখেছি জমিয়ে সেই নৈঃশব্দে ঘোর গহনে
আকাশকে ধার দেই তার বেদনায়
ঝরে পরে বৃষ্টিফুল! সাতটি রঙের রঙধনু।
এই রঙে জীবন আমার বিভাময়
অবিচ্ছেদ্য-তুমি, তোমার সত্ত্বা প্রকৃতিতে
তোমার উপস্থিতি ভীষণ সরব এই বসন্তে
সংগোপনে, বন বাতাসে- নীল আলোতে
আর আমার একান্ত গহন, গোপনে।
...............
খ.
যখন তোমাকে লিখি,
মনে হয় তৃষ্ণার্ত আমি- এক ফোটা জলের জন্য।
তোমার উত্তর পেলে মনে হয়,
বুকের ভেতরে আস্ত সমুদ্র জেগে উঠেছে।
সৈকতে ঢেউ ভাঙে - আছড়ে পড়ে , বুঝি সুনামি!
আমাকে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূরের
সোনালী জোনাকি দ্বীপে,
যেখানে তোমার অপেক্ষা ।
আর উত্তর না পেলে বেদনার্ত প্রশ্নগুলো অভিমানে
মরুভূমির ঝড়ে দিশেহারা হয়ে, আশ্রয় খুঁজে মরে।
সাইবেরিয়ার শীতে আহত পাখির মতো,
তুষার পৃথিবীতে চিরবিদায়ের অপেক্ষা।
প্রেমালাপ নয়, সাধারণ কথোপকথনও
যেন অমিয়ধারা, ফ্রস্টবাইটে উষ্ণতা ।
তুমি কি পারোনা?
আমাকে দিতে ইরানী গোলাপ বাগান,
দিগন্ত বিস্তৃত সবুজের মায়া, পাখিদের কলরব-
যেখানে পৃথিবীটাই আমাদের স্বর্গ।
যেখানে ফুলের দোলনাতে,
আমার এলোচুল স্পর্শ করবে তোমার বুকপকেট।
তুমি কি পারোনা?
তোমার হৃদস্পন্দনে আমাকে দোলাতে
শতবার, হাজার বার।