কবিতা : দাগ
তাহমিনা সুলতানা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
কবিতা : দাগ, তাহমিনা সুলতানা
হাত দিতেই শুকনো ফুলের মতো
ঝরে গিয়েছিল
মৃত প্রেম, মৃত আত্মা!
ফুলদানির বাসি জলে
অযথাই রেখেছিলাম
পুরাতন কিছু গোলাপ
পাল্টানো দিনের মতো
পাল্টেছো তুমি,আমিও!
অভিশাপের লেলিহান শিখা হয়ে
ছুটে আসে তবুও
যত্নে রাখা তোমার স্মৃতি
আর
স্মৃতির দেয়ালে লেগে থাকা
অনাকাঙ্ক্ষিত রক্তের দাগ!