বিনয়ী হতে জ্ঞানী হতে হয়
সুলতানা ইসলাম ছন্দা
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
সুলতানা ইসলাম ছন্দা
“আপনি যখন হেঁটে যাচ্ছেন তখন গাড়ি থেকে যদি কেউ খুব আন্তরিকভাবে মিষ্টি হেসে আপনার দিকে হাত নাড়ে, তখন তাকে বন্ধু মনে করবেন না। মনে করবেন সে তার গাড়িটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ ক`রে আপনাকে কিছুটা পীড়ন ক`রে সুখী হ`তে চায়।” হুমায়ূন আজাদের কথাটা আজ হঠাৎ মনে পরে গেল।
প্রতিটি শিশুই অনুকরণপ্রিয়। মানুষ জীবনে বহুবার শিশু হয়ে জন্মায়। যা অন্য প্রাণীর ক্ষেত্রও ঘটে। যেমন ধরুন; আপনি গ্রামে বসবাস করতেন হঠাৎ শহড়ে এসেছেন। এখানে আপনি একজন শিশু। আশে-পাশে যা দেখবেন তাই শিখবেন। অন্যরা আপনার সাথে যেভাবে আচরণ করবে, পরবর্তীতে আপনিও তাদের সাথে সেইরূপ আচরণ করবেন।
যদি আপনার পুরাতনরা/সিনিয়রা ভাল কিছু শিখান, তো তাঁরাও ভাল কিছু আপনার কাছে থেকে পাবেন। আর উল্টো শিখালে তাঁরাও উল্টো আচরণ পাবেন।
কারণ ওই শহরের কালচার, চলা ফেরা আপনার জানা ছিল না। আপনার ভুল হতেই পারে, কি কথায় কি আচরণে। আসলে এক পরিবেশ থেকে অন্য পরিবেশে আসলে অনেক কিছুই নতুন মনে হয়। এবং কখনো কখনো আমাদের পোষ মানতে সময় লেগে যায়।
আমরা মানুষগুলোর আচরণের বড় সমস্যা হলো কথা। আমরা অনেকসময় কোন কথায় কে কষ্ট পাবে বুঝতে পারিনা। মানুষ বড় অভিমানী প্রাণী। অনেক সময় একটু সরে বসতে বললেও মনে কষ্ট পায়। সেই কষ্ট মনে পুষে রাখে।
যারা প্রকৃত ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষ তাঁরা কথা বলার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি কাউকে অস্ত্র দিয়ে আঘাত করেন, তা কিছুদিন পর নিঃশেষ হয়। দাগ মুছে যায়। কিন্তু কথার আঘাত মানুষ কখনো কখনো সারাজীবন মনে রাখে।
আমরা কখনো কখনো নিজের সাব-কনসাস মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারিনা। কারো কথার বা আচরণের প্রতিউত্তরে খুব সহজেই প্রতিবাদ বা প্রতিক্রিয়া ব্যাক্ত করি। যা সব সময় ঠিক না। অন্তত যারা একসাথে দীর্ঘদিন একত্রে থাকব।
হয়তো আজ নতুন কেউকে পেয়ে আপনি তাঁকে নিয়ে সমালোচনা করছেন। হতে পারে এটা থেকে শিক্ষা নিয়ে সেও একদিন আপনার সম্পর্কে সমালোচনা করবে। সেইদিন আপনিও কষ্ট পাবেন।
কিছু কিছু মানুষ জন্মনেয় অপর মানুষকে কষ্ট দেওয়ার জন্য। ভেবেছেন এর মধ্যে আপনি পরেন কিনা?
অপর মানুষকে মনে কষ্ট দেওয়ায় যাদের আনন্দ তাদের জীবন খুব সুখময় হয়না। কারণ নিজের অজান্তেই মনের মধ্যে অশান্তি ঢুকে যায়। হয়তো পরে অনুতপ্ত হোন। কিন্তু কি লাভ এতে?
আপনার শিক্ষা-পরিবেশ-পোশাক তাঁর (যাকে নিয়ে সমালোচনা করছেন) চেয়ে উন্নত হতে পারে। হওয়াই স্বাভাবিক কারণ হয়তো আপনার মতো ভাল পরিবেশ থেকে সে আসেনি। কিন্তু বিশ্বাস করেন হয়তো কোন না কোন বিষয়ে সেও আপনার চেয়ে ভাল হতে পারে।
আল্লাহতায়ালা সব বিষয়ে সবাইকে পরিপূর্ণ করে না। আপনাকেও করেন নাই। আপনারো হাজারটা দুর্বলদিক আছে, সমালোচনা করার। তাই নিজেকে নিয়ে ভাবুন।
বিনয়ী হোন। এতে সুখি হবেন। উইলিয়াম শেক্সপিয়র বলেছেন, "যদি গুণ না থাকে তবে অভিনয় করো"। বিনয়ী হতে জ্ঞানী হতে হয়। অল্পজ্ঞানের মানুষ বিনয়ী হতে পারেনা।
শেষে উইলিয়াম অরথুর ওয়ারড এর একটি কথা দিয়ে শেষ করছি, "অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়"।