খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১২ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪০ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আলাদা আলাদাভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে বিচারক আগামী ১২ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারিসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন মামলার বাদী এ বি সিদ্দিকী।
জানা গেছে, গত ৫ অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে শেষবারের মতো সময় দেন আদালত। ওই দিন আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলে জানিয়ে দেন আদালত। কিন্তু তিনি এদিন আদালতে হাজির হননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে একই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলাটি খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া আদালতে হাজির হননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়।
পুরান ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আকতারুজ্জামান সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।