সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আজ রোববার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটি ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশের সর্বত্র তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এসময় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আলামত বিদ্যমান রয়েছে। আবহাওয়ার বিরাজমান এ অবস্থাকে কালবৈশাখীর প্রাকপ্রস্তুতি পর্ব বলা চলে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
-জেডসি