কালবৈশাখীর পূর্বাভাস, বন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এসব এলাকার নৌ বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, এ সময় সাধারণত বৃষ্টির সঙ্গে ঝড় থাকে। আজও দেশের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও শীলাবৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বড় ধরনের আঘাত হানতে পারে।
তিনি বলেন, ঘণ্টায় ৪৫ থেকে ৬০কি.মি. গতিতে কালবৈশাখী ঝড় ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলে আঘাত হানতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
-জেডসি