বৃষ্টি
রেবেকা ইসলাম
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:১১ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

আকাশে আজকে কালো মেঘের পসরা
এক অপরূপ র্ধোঁয়াটে ধূসর রূপ
থেমে থেমে বৃষ্টির বিরামহীন ঝরা
কখনো অশান্ত আবার কখনো চুপ।
সারাদিন আজকে আকাশ ছলছল
ভিজে একাকার মাঠ ঘাট পথছাতা
কার্নিশে বসে জবুথবু চড়ুইদল
মাচার উপর চকচকে পুঁই পাতা।
বিলে আর ঝিলে পাখিদের উল্লাস
জেগেছে জোয়ার আকাশের কোণে কোণে
ঘাসের জমিনে বৃষ্টির ভেজা শ্বাস
কচুবন হাসে প্রকৃতির জাগরণে।
রূপের উচ্ছাস প্রকৃতির অনাবিল
অনুভব করে পোড়া মন হয় চিল।