খালেদা-সুষমা বৈঠক : গ্রহণযোগ্য নির্বাচন চায় ভারত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চান, অন্যান্য দেশগুলো বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা অব্যহত থাকুক, গণতান্ত্রিকভাবেই গ্রহণযোগ্য সরকার নির্বাচিত হোক।’
রোববার রাতে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সুষমা স্বরাজেএসব কথা বলেন। বৈঠকের পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, প্রায় ৪৫ মিনিট স্থায়ী এ বৈঠকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যা, আগামী সংসদ নির্বাচনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘সামনের নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটা তিনি আশা করেন। সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটাও তিনি আশা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন যেন নিজ দায়িত্ব পালন করতে পারেন সেটাও তিনি প্রত্যাশা করেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেছেন এবং এ বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা তুলে ধরেছেন।’
মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছেন যে, রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে। তাদের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপদ একটা অবস্থা তৈরি করতে হবে।’
এই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়ে বলেছেন, ভারত আশা করে, ’রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে তাদের দেশে ফিরতে সক্ষম হবেন।’