দুই বোন
সিরাজুল ফরিদ
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

দুই বোন চন্দনা আর বন্দনা
ওরা যমজ দেখতে মোটে মন্দ না।
দুজনের লেখা-পড়া কে জি ওয়ান
নাম ধাম বলে ওরা "হেঁ জি ওয়ান"।
ঘরে থাকে চুপচাপ একেবারে শান্ত
বাবা-মার ইচ্ছা তো সমূলেই ভ্রান্ত।
ওরা চায় মেয়ে দুটো দুষ্টুমি করবে
বাসাটাকে আনন্দে টুপটাপ ভরবে।
সব আশা সব্বার হয় নাতো পূর্ণ
কারো আশা সহসাই হতে পারে চূর্ণ ।