কবিতা : ঈদ এলো
সাজেদা পারভীন সাজু
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার
সাজেদা পারভীন সাজু
ঈদ এলো বলে ঘর-দোর ঝেড়ে মুছে
রাবি খালা ব্যস্ত দিন পার করছেন।
পত্রিকায় নতুন জামার ধরন দেখে
ঈদে হাল ফ্যাশানের জামা বানাতে
মা, কাকী আর খালারা
বড় বেশি ব্যস্ত।
তারপর খুলনা নিউ মার্কেটে
কাংখিত রঙ আর কাপড়ের মিলমিশ শেষে
ফ্যান্সি বাহারে দর্জি কাকার সাথে
বুঝপড় সেরে, জুতো জোড়া মিলিয়ে নিয়ে
ডিলাক্সের লাচ্ছি হাতে পেয়ে ক্লান্তি যেতো মুছে।
এখন শুধু অপেক্ষা; ডেলিভারি কবে আসবে!
ঈদের এক বা দু’দিন আগে
কাকু প্যাকেট হাতে এনে দিতেন।
সাথে সাথে সে প্যাকেটটা লুকিয়ে রাখতাম,
যেন কারো চোখে না পড়ে। নতুনত্বের ছোয়া
আছে তাতে।
সব অপেক্ষার পালা শেষে
ঈদের সকালে খুশির বন্যা যেতো বয়ে।
আবার এতো বছর পরে সেই সে-
মেয়েবেলায় ফিরে যেতে ইচ্ছে করে বড়।