উপকূলে ৬ ফুটের অধিক জলোচ্ছ্বাসের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ইয়াসের প্রভাবে বাংলাদেশের উপকূলে তিন থেকে ছয় ফুটের অধিক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ওডিশার প্যারাদ্বীপ ও বালেশ্বরের মধ্যবর্তী অংশ দিয়ে দুপুর নাগাদ উপকূল অতিক্রম করবে ঝড়টি। ওই এলাকা বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। ফলে ঝড়ের প্রান্তভাগ ছুঁয়ে যাবে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অংশকে। এতে উপকূলের বেশকিছু জেলা প্লাবিত হতে পারে।
বুধবার বেলা ১২ টায় ঘূর্ণিঝড় সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তরের ১৮তম বিশেষ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়।
ইতোমধ্যে ভারতের ওড়িশা উপকূলে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সাড়ে ৯টার দিকে নর্থ ধামড়ায় ঝড়ের অগ্রভাগ আঘাত হানে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে ইয়াস। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ইয়াসের আঘাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঝড়টির গতিপথ ভারতের দিকে থাকায় বাংলাদেশের তেমন ক্ষতির আশঙ্কা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপকূল থেকে দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় “ইয়াস"।
যা আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর ১২টা নাগাদ ডামরার উত্তর এবং বালাশশারের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অতিপ্রবল ঘূর্ণিঝড় অতিক্রমকালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৮০ থেকে ১০০ কি. মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে ছয় ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
-জেডসি