দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৯ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি রোদের দেখা মিলবে। কোনো কোনো সময় বৃষ্টির দেখাও পাওয়া যাবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।
শনিবার (২৯ মে) এ তথ্য জানিয়ে হাফিজুর রহমান বলেন, সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে দেখা গেছে। সকাল ৬টায় পর্যন্ত ঢাকায় ১ মিলি. বৃষ্টিপাত হয়েছে।
মো. হাফিজুর রহমান জানান, ঢাকার আকাশে মেঘ-রোদ, দুটিরই দেখা মিলবে। পাশাপাশি কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বেলা ১১টার দিকে আরও আপডেট তথ্য পাওয়া যাবে।
এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
বিহার ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
-জেডসি