উখিয়ার পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৪:১০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে খালেদা জিয়ার গাড়িবহর।
আজকের সফরে বিএনপির চেয়ারপারসন উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালী এলাকার শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখানে তিনি পাঁচ হাজার শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণের পাশাপাশি গর্ভবতী পাঁচ হাজার নারীর মধ্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেবেন।
সর্বশেষ তিনি উখিয়ার পানবাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
বেগম জিয়া গত শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। এ দিন রাতে তিনি চট্টগ্রাম পৌঁছান। তবে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কিছু মানুষ আহত হন। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
গতকাল রোববার রাতে খালেদা জিয়া কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান।