ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৪:৩৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তথ্যপ্রযুক্তির ২ পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৫২ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পাওয়া ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৭’ এবং ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট (ইনফো সরকার) প্রকল্পের পাওয়া ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার দুটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্পবিষয়ক শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং অর্গানাইজেশন (এএসওসিআইও) বিসিসিকে ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’ দেয়।

এ ছাড়া ই-বাণিজ্য নীতিমালা ও কার্যক্রমে সহায়তা ও উন্নয়নে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) ইনফো সরকার প্রকল্পকে ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ এ ভূষিত করে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।