ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২৩:৩৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বছরের শেষ স্ট্রবেরি মুন দেখা যাবে কাল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রায় মাসখানেক আগে সবাই দেখেছিলো সুপার মুন। সেটি ছিল ব্লাডমুন বা রক্তচন্দ্র। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর কিছুদিন পরে হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি ঘটনার সাক্ষী হতে চলছে মানুষ।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) বছরের শেষ সুপার মুন দেখা যাবে। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। তাই এটিকে স্ট্রবেরি মুন বলা হচ্ছে। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ।

সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপার মুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়।

কেন স্ট্রবেরি মুন নাম?

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।

তবে মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে। সেই কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে থাকেন। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপার মুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

কখন হবে?

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।

-জেডসি